Rio Earth Summit 1992 বসুন্ধরা সম্মেলন।

 United Nations Conference on Environment and Development (UNCED) বা জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন  এর প্রথম সম্মেলন The Earth Summit 1992 বা বসুন্ধরা সম্মেলন নামে পরিচিত। 1889 সালের জাতিসংঘের সাধারণ পরিষদের 44 তম অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী 1992 সালের  3 থেকে 14 ই জুন ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনে বিশ্বের 178 টি দেশ ও প্রায় 30 হাজারের বেশি মানুষ অংশ গ্রহন করেছিল।


আলোচিত বিষয়:
01. Alternative sources of fuel
02. Checking toxic waste production
03. Limit use of lead and gasoline

বসুন্ধরা সম্মেলনের ফলাফল:
1. Rio Declaration: সদস্য সকল দেশ কে Sustainable Development নীতি মেনে চলতে হবে।
Rio+10 (2002)
Rio+20 (2012)
2. Agenda-21: 21 শতাব্দীর মধ্যে কিছু নিয়ম নীতি পালনের মাধ্যমে Sustainable Development এর উন্নতি ঘটাতে হবে।
3. Forest principle: সব ধরনের বনভূমিকে Sustainable Development এর আওতায় এনে সংরক্ষণ করতে হবে।

এই সম্মেলনকে সামনে রেখেই জীব বৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কনভেনশন চূড়ান্ত করা হয় ও সম্মেলনে সেগুলো বিভিন্ন দেশের স্বাক্ষর করার জন্য উপস্থাপন করাহয়।


Post a Comment

0 Comments