প্রাণীদের রেচন অঙ্গ সমূহ
প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়
Sl No. | প্রাণীর নাম | রেচন অঙ্গের নাম |
---|---|---|
01 | তারামাছ | অ্যামিবোসাইট কোশ |
02 | অ্যামিবা | সংকোচী গহ্বর |
03 | ঝিনুক | কোবারের অঙ্গ |
04 | স্পঞ্জ, হাইড্রা | দেহতল |
05 | শামুক | বোজেনাসের অঙ্গ |
06 | অ্যাসকারিস | রেনেট কোশ |
07 | ফিতাকৃমি, প্লানেরিয়া | ফ্লেমকোশ |
08 | জোঁক, অ্যাম্ফিঅক্সাস | নেফ্রিডিয়া |
09 | চিংড়ি | সবুজ গ্রন্থি |
10 | আরশোলা | ইউরেট কোশ |
11 | কেঁচো | ক্লোরাগোজেন |
12 | মানুষ সহ সকল মেরুদন্ডী প্রাণী | বৃক্ক বা কিডনি |
13 | মাকড়শা, কাঁকড়া বিছে | কক্সাল গ্রন্থি |
File Details:
File Format: Pdf
File Size: 36kb
0 Comments
If you have any doubt, please let me know.