সাম্প্রতিক ঘটনাবলী
বর্তমানে সব ধরনের সরকারি চাকরির পরীক্ষার জন্য General Awareness এর অংশ হিসেবে Current Affairs এর গুরুত্ব অপরিসীম। আপনার প্রস্তুতির প্রগতির জন্য আমরা এখানে প্রতিদিনের ভিত্তিতে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তুলে ধরার চেষ্টা করছি।
01. 10 th DTTI Group Meeting ভার্চুয়ালি অনুষ্ঠিত হলো কোন কোন দেশের মধ্যে? - ভারতবর্ষ ও মার্কিন যুক্তরাষ্ট্র।
02. Asian Development Bank এ ভারতবর্ষের জন্য Country Director হিসেবে নিযুক্ত হলেন কে? - Takeo Konishi।
03. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 70 তম জন্মবার্ষিকী উপলক্ষে 'অন্ন উৎসব' এর আয়োজন করেছে কোন রাজ্য সরকার? - মধ্যপ্রদেশ।
04. 2020 Dayton Literacy Peace Prize কে পেলেন? - কানাডার লেখিকা Margaret Atwood।
05. Facebook India এর Global Business Group এর ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন? - অরুণ শ্রীনিবাস।
06. উত্তর প্রদেশের মোঘল মিউজিয়াম এর নাম পরিবর্তন করে কি রাখা হলো? - Chhatrapati Shivaji Maharaj Museum ।
07. Titan কোম্পানি কোন ব্যাংক এর সহযোগিতায় ভারতে প্রথম Contactless Payment Watches Named 'Titan Pay' চালু করলো? - State Bank of India।
08. বিশ্বের প্রথম '5 Star Anti-Covid Award' পেল কোন বিমানবন্দর?- Fiumicino International Airport ( Rome, Italy)।
09. OrCam Technologies এর Brand Ambassador পদে কে নিযুক্ত হলেন?- Lionel Messi।
10. Online Poker Platform 9stacks এর Brand Ambassador পদে কে নিযুক্ত হলেন? - সুরেশ রায়না।
0 Comments
If you have any doubt, please let me know.