৮ জুন তারিখকে আন্তর্জাতিক মহাসাগর দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯২ সালে এই দিবস পালন শুরু হয়েছিলো। সে বছর ব্রাজিলের রিও ডি জেনেরোতে সংঘটিত বসুন্ধরা সম্মেলনে কানাডার International Centre for Ocean Development (ICOD) এবং Ocean Institute of Canada (OIC) কর্তৃক এই সিদ্ধান্ত নেয়া হয়। ২০০৮ সালের পর থেকে জাতিসংঘ এই দিবসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।
প্রতিবছর এই দিনটি মহাসাগরের দূষণ প্রতিরোধ, সামুদ্রিক জীব বৈচিত্র্য সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়।
2020 সালের World Ocean Day এর থিম হলো"Innovation for a Sustainable Ocean"।
0 Comments
If you have any doubt, please let me know.