যে কোনো প্রতিযোগিতা মূলক বা সরকারি চাকরির পরীক্ষায় সফল হতে গেলে General Awareness/Current Affairs বিষয়ে পারদর্শী হওয়া খুব জরুরি। বেশিরভাগ পরীক্ষাতেই সাম্প্রতিক ঘটনাবলী বা বিশ্বের কোথায় কি ঘটে চলেছে তার থেকে প্রশ্ন এসেই থাকে। তার মধ্যে Banking News, New Appointments, Book Launches, Award and Honors Received, Government Policy প্রভৃতি হল অন্যতম। আপনার প্রস্তুতির প্রগতির জন্য আমরা এখানে প্রতিদিনের ভিত্তিতে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তুলে ধরার চেষ্টা করছি।
সাম্প্রতিক ঘটনাবলী
01. নোংরা-আবর্জনা পরিষ্কারকারী কর্মীদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদার উন্নতি ঘটাতে ওড়িশা সরকার যে যোজনা লঞ্চ করলো তার নাম কি? - গরিমা যোজনা।
02. রাজ্যের মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি যে স্কিম লঞ্চ করলেন তার নাম কি? - YSR Aasara ।
03. CITI Bank এর প্রথম মহিলা হিসেবে CEO পদে নিযুক্ত হলেন কে? - Jane Fraser।
04. US Open 2020 Women's Single বিভাগে জয়লাভ করলো কে? - জাপানের প্রখ্যাত টেনিস তারকা Naomi Osaka।
05. সম্প্রতি কোন রাজ্য Heritage Tourism Policy ঘোষণা করলেন? - গুজরাত।
06. ভারতের কোন কোম্পানি প্রথম 200 বিলিয়ন মার্কিন ডলারের মার্কিন বাজারমূল্য অতিক্রম করলো? - Reliance Industries Limited ।
07. Audit Bureau of Circulation (ABC) 2020-2021 এর চেয়ারম্যান পদের জন্য কে নির্বাচিত হলেন? - Devendra Darda।
08. US Open men's Single বিভাগে জয়লাভ করলো কে? - Dominic Thiem।
09. পশ্চিমবঙ্গের কোন জেলায় পুলিশ কর্মীদের জন্য Mobile Food Van চালু হলো? - কোচবিহার।
10. 2021 সালের ফেব্রুয়ারি মাসে 13 তম Aero India-21 কোথায় অনুষ্ঠিত হবে? - ব্যাঙ্গালোর।
11. F1 Tuscan Grand Prix 2020 খেতাব জয় লাভ করলো কে?- Lewis Hamilton।
12. জাপানের নতুন প্রধানমন্ত্রী কে হলেন? - Yoshihide Suga ।
13. Paytm এর Brand Ambassador পদে কে নিযুক্ত হলেন? - সচীন টেন্ডুলকর।
14. কোন রাজ্য সরকার 'My Family My Responsibility' এর প্রচার শুরু করল? - মহারাষ্ট্র।
15. World Bank এর Executive Director পদে কে নির্বাচিত হলেন? - রাজেশ খুল্লার।
16. International Day of Democracy দিবস কবে পালিত হয়? 15 ই সেপ্টেম্বর।
17. Azadi:Freedom. Fascism. Fiction বইটির লেখক কে? - অরুন্ধতী রায়।
18. Asian Development Bank এর New Executive Director পদে কে নিযুক্ত হলেন? - Sameer Kumar Khare।
19. My Life My Design বইটির লেখক কে? - Gauri Khan।
20. রাজ্য সভার ডেপুটি চেয়ারম্যান পদে কে পুনরায় নির্বাচিত হলেন? - Harivansh Narayan Singh।
21. ভারতের কোন বিমান বন্দরে Covid-19 পরীক্ষার সুবিধা চালু হলো? - Indira Gandhi International Airport ।
22. কোন তারিখে National Engineering Day পালন করা হয়? - 15 ই সেপ্টেম্বর।
23. Venice Film Festival 2020 তে Best Screenplay Award পেল ভারতের কোন সিনেমা? - মারাঠি সিনেমা The Disciple ।
24. ধর্ষণকে জাতীয় জরুরী অবস্থা হিসেবে ঘোষণা করলো কোন দেশ? - লাইবেরিয়া।
আরও দেখুনঃ
0 Comments
If you have any doubt, please let me know.