প্রিয় বন্ধুরা, বর্তমানে সব ধরনের সরকারি চাকরির পরীক্ষার জন্য General Awareness এর অংশ হিসেবে Current Affairs এর গুরুত্ব অপরিসীম। আপনার প্রস্তুতির প্রগতির জন্য আমরা এখানে প্রতিদিনের ভিত্তিতে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তুলে ধরার চেষ্টা করছি।
01. IDFC Bank এর Non executive chairman পদ থেকে ইস্তফা দিলেন কে? - রাজীব লাল।
02. বিশ্বের চতুর্থ দেশ হিসেবে কোন দেশ Hypersonic Scramjet Propalson System নির্ভর আকাশ যানের সফল পরীক্ষা করলো? - ভারত।
03. প্রথমবার কোন সংস্থা World Solar Technology Summit এর আয়োজন করলো? - ISA ।
04. কে Playerzpot নামে Fantasy Sport Gaming App এর Brand Ambassador পদে যুক্ত হলেন? - Bhubaneswar Kumar এবং Smriti Mandhana।
05. কোন ব্যাংক Organic Cotton Growers( জৈব তুলা উৎপাদক) এর জন্য SAFAL নামে ঋন প্রকল্প চালু করলো? - SBI।
06. Indian Banking Association (IBA) এর তথ্য অনুযায়ী EASE Banking Reforms Index 2.0 এর তালিকা অনুযায়ী কোন bank প্রথম স্থানে রয়েছে? - Bank of Baroda।
07. Apple কোম্পানির প্রথম ভাসমান বিক্রয়কেন্দ্র কোথায় তৈরি হবে? - সিঙ্গাপুরে।
08. সুপ্রীমকোর্টের 'Leagal Service Committee' চেয়ারপার্সন হিসেবে হিসেবে কে নিযুক্ত হলেন? - বিচারপতি Rohinton Fali Nariman।
09. ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীর নাম কি যিনি সম্প্রতি সরকারি সফরে ভারতে আসছেন? - Florence Parly।
10. National School of Drama এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? - পরেশ রাওয়াল।
11. 'The state of young child in India' রিপোর্ট প্রকাশ করলেন কে? - বেঙ্কাইয়া নাইডু।
12. কোন তারিখে World Suicide Prevention Day পালন করা হয়? এই বছরের থিম কি? - 10 ই সেপ্টেম্বর। এই বছরের থিম হলো "Working Together to Prevent Suicide"।
0 Comments
If you have any doubt, please let me know.