পৃথিবীর বিখ্যাত তৃণভূমি

 পৃথিবীর বিখ্যাত তৃণভূমির নাম ও অবস্থান

ক্রান্তীয় তৃণভূমি (Tropical Grasslands)
অবস্থান: নিরক্ষরেখার উভয় দিকে 5° থেকে 20° অক্ষাংশ পর্যন্ত


তৃণভূমির নাম অবস্থান
01 ক‍্যাম্পোস ব্রাজিল
02 ল‍্যানোস ভেনেজুয়েলার ওরিনকো নদীর অববাহিকা
03 সাভানা আফ্রিকার সুদান
04 পার্কল‍্যান্ড রোডেশিয়া
05 এলিফ‍্যান্ট গ্রাস আফ্রিকা


নাতিশীতোষ্ণ তৃণভূমি (Temperate Grasslands)
অবস্থান: নিরক্ষ রেখার উভয়দিকে 30° থেকে 50° অক্ষাংশ পর্যন্ত

তৃণভূমির নাম অবস্থান
01 প্রেইরী উত্তর আমেরিকা
02 পম্পাস দক্ষিন আমেরিকা
03 ভেল্ড দক্ষিন আফ্রিকা
04 স্তেপস্ কিরগিজস্তান
05 ডাউনস্ অস্ট্রেলিয়া
06 টাসোক, ক‍্যান্টারবেরি নিউজিল্যান্ড
07 পোস্তাজ হাঙ্গেরী
File Details:
File Format: Pdf
File Size: 32kb



আরও দেখুনঃ

 

Post a Comment

0 Comments