CA 13 th & 14 th September

 সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী

যে কোনো প্রতিযোগিতা মূলক বা সরকারি চাকরির পরীক্ষায় সফল হতে গেলে General Awareness/Current Affairs বিষয়ে পারদর্শী হওয়া খুব জরুরি। বেশিরভাগ পরীক্ষাতেই সাম্প্রতিক ঘটনাবলী বা বিশ্বের কোথায় কি ঘটে চলেছে তার থেকে প্রশ্ন এসেই থাকে। তার মধ্যে Banking News, New Appointments, Book Launches, Award and Honors Received, Government Policy প্রভৃতি হল অন্যতম। আপনার প্রস্তুতির প্রগতির জন্য আমরা এখানে প্রতিদিনের ভিত্তিতে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তুলে ধরার চেষ্টা করছি।

01. কোন রাজ্য সরকার রাজ্যজুড়ে 'সংস্কৃত গ্রাম' তৈরির উদ্যোগ নিয়েছে? - উত্তরাখন্ড।

02. কোন রাজ্য ভারতের সবথেকে বড় Piggery Mission লঞ্চ করলো? - মেঘালয়।

03. কোন রাজ্য সরকার পুনরায় Deendayal Antodaya Rasoi Yajona চালু করলো? - মধ্যপ্রদেশ।

04. For Every Child নামক ক্যাম্পেইন এর জন্য UNICEF কোন বলিউড অভিনেতাকে নিযুক্ত করলো? - আয়ুষ্মান খুরানা।

05. National Hindi Day কবে পালিত হয়? - 14 ই সেপ্টেম্বর।

06. Global Economic Freedom Index 2020 অনুযায়ী ভারত কততম স্থানে রয়েছে? - 105। প্রথম স্থানে রয়েছে হংকং।

07. সম্প্রতি ইরান তিন দিন ব্যাপী যে মিলিটারি অনুশীলন এর আয়োজন করলো তার নাম কি? - Zolfaghar-99

08.যুব সমাজকে Digital Skill Training দেওয়ার জন্য NSDC এর সঙ্গে পার্টনারশিপ গড়লো কে? - Linkedin।

09. কোন ব্যাংক 'iStartup 2.0' নামে নতুন প্রোডাক্ট লঞ্চ করলো? - ICICI BANK।

10. Doorstep Banking পরিষেবা কে লঞ্চ করলেন? - রজনীশ কুমার।

11. 'State Startup Ranking 2019 এ বেস্ট পারফরমেন্সের এর তকমা পেল কে? - গুজরাট এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

12. দেশের সমস্ত গ্রামীন অঞ্চলে বিভিন্ন যোজনার নিশ্চিতকরন করতে '5 Star Village Scheme লঞ্চ করলো কে? - India Post ।

13. WHO এর 11 জনের প্যানেল লিস্টে ভারতের কে নিযুক্ত হলেন? - প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব প্রীতি সুদান।

14. বিশ্বের দ্বিতীয় পুরুষ ফুটবলার হিসেবে 100 টি আন্তর্জাতিক গোল করার রেকর্ড করলেন কে? - ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

15. 5G টেকনোলজি উন্নয়নের জন্য ভারতের সঙ্গে সহযোগীতা করছে কোন কোন দেশ? - USA ও ইজরায়েল।

16. Wushu World Champion শিরোপা জিতলেন কে? - ভারতীয় মহিলা পুলিশ অফিসার Poonam Khatri।

17. World First Aid Day কবে পালিত হয়? - 12 সেপ্টেম্বর।

18. 'Breaking The Cocoon @40 বইটির লেখক কে? - Bimal Jana।

19. জামাইকাতে ভারতের নতুন হাইকমিশনার পদে নিযুক্ত হলেন কে? - R. Masakui।

20. The Advertising Standard Council of India এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? - Subhash Kamath।




Post a Comment

0 Comments