সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী
01. কোন রাজ্য সরকার রাজ্যজুড়ে 'সংস্কৃত গ্রাম' তৈরির উদ্যোগ নিয়েছে? - উত্তরাখন্ড।
02. কোন রাজ্য ভারতের সবথেকে বড় Piggery Mission লঞ্চ করলো? - মেঘালয়।
03. কোন রাজ্য সরকার পুনরায় Deendayal Antodaya Rasoi Yajona চালু করলো? - মধ্যপ্রদেশ।
04. For Every Child নামক ক্যাম্পেইন এর জন্য UNICEF কোন বলিউড অভিনেতাকে নিযুক্ত করলো? - আয়ুষ্মান খুরানা।
05. National Hindi Day কবে পালিত হয়? - 14 ই সেপ্টেম্বর।
06. Global Economic Freedom Index 2020 অনুযায়ী ভারত কততম স্থানে রয়েছে? - 105। প্রথম স্থানে রয়েছে হংকং।
07. সম্প্রতি ইরান তিন দিন ব্যাপী যে মিলিটারি অনুশীলন এর আয়োজন করলো তার নাম কি? - Zolfaghar-99।
08.যুব সমাজকে Digital Skill Training দেওয়ার জন্য NSDC এর সঙ্গে পার্টনারশিপ গড়লো কে? - Linkedin।
09. কোন ব্যাংক 'iStartup 2.0' নামে নতুন প্রোডাক্ট লঞ্চ করলো? - ICICI BANK।
10. Doorstep Banking পরিষেবা কে লঞ্চ করলেন? - রজনীশ কুমার।
11. 'State Startup Ranking 2019 এ বেস্ট পারফরমেন্সের এর তকমা পেল কে? - গুজরাট এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
12. দেশের সমস্ত গ্রামীন অঞ্চলে বিভিন্ন যোজনার নিশ্চিতকরন করতে '5 Star Village Scheme লঞ্চ করলো কে? - India Post ।
13. WHO এর 11 জনের প্যানেল লিস্টে ভারতের কে নিযুক্ত হলেন? - প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব প্রীতি সুদান।
14. বিশ্বের দ্বিতীয় পুরুষ ফুটবলার হিসেবে 100 টি আন্তর্জাতিক গোল করার রেকর্ড করলেন কে? - ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
15. 5G টেকনোলজি উন্নয়নের জন্য ভারতের সঙ্গে সহযোগীতা করছে কোন কোন দেশ? - USA ও ইজরায়েল।
16. Wushu World Champion শিরোপা জিতলেন কে? - ভারতীয় মহিলা পুলিশ অফিসার Poonam Khatri।
17. World First Aid Day কবে পালিত হয়? - 12 সেপ্টেম্বর।
18. 'Breaking The Cocoon @40 বইটির লেখক কে? - Bimal Jana।
19. জামাইকাতে ভারতের নতুন হাইকমিশনার পদে নিযুক্ত হলেন কে? - R. Masakui।
20. The Advertising Standard Council of India এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? - Subhash Kamath।
0 Comments
If you have any doubt, please let me know.