01. ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয়পুরের 'Patrika Gate' এর উদ্বোধন করলেন কে? - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
02. কর্ণাটকের মুখ্যমন্ত্রী B. S. Yediyurappa কোন জেলায় 'Veer Savarkar Flyover' এর উদ্বোধন করলেন? - ব্যাঙ্গালোর।
03. সম্প্রতি প্রয়াত জয়প্রকাশ রেড্ডি কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন? অভিনেতা।
04. সম্প্রতি Indira Gandhi Peace Prize 2019 সম্মানে ভূষিত হলেন কে? - ব্রিটিশ সাম্প্রচারক David Attenborough ।
05. কোন বোর্ড 'Rashtriya Khel Protsahan Puruskar 2020 পেল? - Air Force Sports Control Board ।
06. 2022 সালে FAO Asia Pacific Regional Conference হোস্ট করবে কোন দেশ? - বাংলাদেশ।
07. সম্প্রতি কোন দেশ 7 th september স্বাধীনতা দিবস পালন করলো? - ব্রাজিল।
08. কোন ব্যাংক তার 115 তম প্রতিষ্ঠা দিবসে 'Signature Visa Debit Card' লঞ্চ করলো? - Bank of India ।
09. Cyber Peace Foundation এর প্রেসিডেন্ট কে? - Vineet Kumar।
10. কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী হরসিমরত কৌর বাদল কোন রাজ্যে 'জৈব খাদ্য প্রক্রিয়াকরণ' ইউনিট' এর উদ্বোধন করলেন? - উত্তরপ্রদেশ।
0 Comments
If you have any doubt, please let me know.