CA 10 th September

বর্তমানে সব ধরনের Government Job এর পরীক্ষার জন্য General Awareness এর অংশ হিসেবে Current Affairs এর গুরুত্ব অপরিসীম। আপনার প্রস্তুতির প্রগতির জন্য আমরা এখানে প্রতিদিনের ভিত্তিতে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তুলে ধরার চেষ্টা করছি।


01. ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয়পুরের 'Patrika Gate' এর উদ্বোধন করলেন কে? - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
02. কর্ণাটকের মুখ্যমন্ত্রী B. S. Yediyurappa কোন জেলায় 'Veer Savarkar Flyover' এর উদ্বোধন করলেন? - ব্যাঙ্গালোর।
03. সম্প্রতি প্রয়াত জয়প্রকাশ রেড্ডি কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন? অভিনেতা।
04. সম্প্রতি Indira Gandhi Peace Prize 2019 সম্মানে ভূষিত হলেন কে? - ব্রিটিশ সাম্প্রচারক David Attenborough ।
05. কোন বোর্ড 'Rashtriya Khel Protsahan Puruskar 2020 পেল? - Air Force Sports Control Board ।
06. 2022 সালে FAO Asia Pacific Regional Conference হোস্ট করবে কোন দেশ? - বাংলাদেশ।
07. সম্প্রতি কোন দেশ 7 th september স্বাধীনতা দিবস পালন করলো? - ব্রাজিল।
08. কোন ব্যাংক তার 115  তম প্রতিষ্ঠা দিবসে 'Signature Visa Debit Card'  লঞ্চ করলো? - Bank of India ।
09. Cyber Peace Foundation এর প্রেসিডেন্ট কে? - Vineet Kumar।
10. কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী হরসিমরত কৌর বাদল কোন রাজ্যে 'জৈব খাদ্য প্রক্রিয়াকরণ' ইউনিট' এর উদ্বোধন করলেন? - উত্তরপ্রদেশ।




Post a Comment

0 Comments