যে কোনো প্রতিযোগিতা মূলক বা সরকারি চাকরির পরীক্ষায় সফল হতে গেলে General Awareness/Current Affairs বিষয়ে পারদর্শী হওয়া খুব জরুরি। বেশিরভাগ পরীক্ষাতেই সাম্প্রতিক ঘটনাবলী বা বিশ্বের কোথায় কি ঘটে চলেছে তার থেকে প্রশ্ন এসেই থাকে। তার মধ্যে Banking News, New Appointments, Book Launches, Award and Honors Received, Government Policy প্রভৃতি হল অন্যতম।আপনার প্রস্তুতির প্রগতির জন্য আমরা এখানে প্রতিদিনের ভিত্তিতে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তুলে ধরার চেষ্টা করছি।
সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী
01. দক্ষিণ ভারতের প্রথম কিষান রেলের উদ্বোধন কবলেন কে? - অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি।
02. 'প্রধানমন্ত্রী মৎস সম্পদ যোজনা' ডিজিটালি লঞ্চ করলেন কে? - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
03. দেশের প্রথম Air Ambulance Services এর উদ্বোধন করলেন কে? - কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি. এস. ইয়েদুরাপ্পা।
04. আমেরিকার কোন কোম্পানি মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা কে সম্মান জানাতে তার নামে একটি মহাকাশ যানের নামকরণ করলো? - Northrop Grumman
05. কর্ণাটকের Hubbali রেল স্টেশন এর নাম বদলে কি রাখা হলো? - Shree Siddharoodha Swamiji Railway Station।
06. পশ্চিমবঙ্গের কোন প্রকল্প রাষ্ট্রসঙ্ঘের World Summit on the Information Society award 2020 পেলো? - সবুজ সাথী।
07. 2021 সালে নোবেল প্রাইজের জন্য কোন বিশ্ব নেতার নাম মনোনীত হয়েছে? - ডোনাল্ড ট্রাম্প।
08. National Skill Development Corporation যুবকদের ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণের জন্য কার সাথে চুক্তি করলো? - Linkdin।
09. কোন সংস্থা Atmanirbhar Bharat ARISE -Atal New India Challenges লঞ্চ করলো? - Atal Innovation Mission & Niti Aayog ।
10. কোন দেশ 5 th BRICS Culture Ministers' Meet এর আয়োজন করলো? - রাশিয়া।
0 Comments
If you have any doubt, please let me know.