CA 17th Srptember

 যে কোনো প্রতিযোগিতা মূলক বা সরকারি চাকরির পরীক্ষায় সফল হতে গেলে General Awareness/Current Affairs বিষয়ে পারদর্শী হওয়া খুব জরুরি। বেশিরভাগ পরীক্ষাতেই সাম্প্রতিক ঘটনাবলী বা বিশ্বের কোথায় কি ঘটে চলেছে তার থেকে প্রশ্ন এসেই থাকে। তার মধ্যে Banking News, New Appointments, Book Launches, Award and Honors Received, Government Policy প্রভৃতি হল অন্যতম। আপনার প্রস্তুতির প্রগতির জন্য আমরা এখানে প্রতিদিনের ভিত্তিতে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তুলে ধরার চেষ্টা করছি।


সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী

01. কোন তারিখে আন্তর্জাতিক ওজন সংরক্ষণ দিবস পালন করা হয়? - 16 ই সেপ্টেম্বর।
02. Euromoney Awards of Excellence 2020 সম্মানে সম্মানিত হলেন কে? - HDFC ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আদিত্য পুরী।
03. জাতি সংঘের Commission on Status of Women (CSW) এর সদস্য হিসেবে নির্বাচিত হলো কোন দেশ? - ভারতবর্ষ।
04. Great Learning কোম্পানি এর Brand Ambassador হিসেবে নিযুক্ত হলেন কে? - বিরাট কোহলি।
05. Tech Giant Amazone এর যন্ত্র Alexa তে প্রথম কোন ভারতীয় এর কণ্ঠস্বর শোনা যাবে? - অমিতাভ বচ্চন।
06. US Open 2020 সালের Men's Doubles বিভাগে জয়ী হলেন কারা? - Mate Pavic এবং Bruno Soares।
07. US Open 2020 সালের Woen's Doubles বিভাগে জয়ী হলেন কারা? - Laura Siegemund এবং Vera Zvonareva ।
08. Thomas Cup Uber Cup 2021 কোথায় অনুষ্ঠিত হবে? - ডেনমার্ক।
09. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন রাজ্যে 15 ই সেপ্টেম্বর 2020 'Seven Urban Infrastructure Project লঞ্চ করলেন? - বিহার।
10. কোন রাজ্য সরকার Mukhymantri Mahila Utkarsh Yojana লঞ্চ করল? - গুজরাট।



আরও দেখুনঃ
RRB  NTPC Mock Test   click Here

Post a Comment

0 Comments