CA 9 th September
সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী
01. তামিলনাড়ুর কোন জেলা প্রথম সম্পূর্ণ Digital Economy District এর তকমা পেল? - বিরুধুনগর জেলা।
02. ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার "10 Hafte, 10 Baje, 10 Minute" ক্যাম্পেন লঞ্চ করলো কোন সরকার? - দিল্লি সরকার।
03. 35 th FAO Regional Conference for Asia and the Pacific (APRC) এর ভার্চুয়ালি সভাপতিত্ব করলো কোন দেশ? - ভুটান।
04. কোন রাজ্য/কেন্দ্রশাষিত অঞ্চল Sparrow Online Portal লঞ্চ করলো? - জম্মু-কাশ্মীর।
05. অস্ট্রেলিয়ার কোন ক্রিকেট খেলোয়াড়কে ভারতের বাণিজ্য দূত হিসেবে নিযুক্ত করা হলো? - ম্যাথু হেডেন।
06. National Statistical Office কর্তৃক প্রকাশিত রিপোর্টের তথ্য অনুযায়ী কোন রাজ্যের স্বাক্ষরতার হার সর্বাধিক? - কেরালা।
07. Federation of Automobile Dealers Associations (FADA) এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? - Vinkesh Gulati ।
08. সম্প্রতি কোন ফিল্ম মেকার 82 বছর বয়সে প্রয়াত হলেন? - জনি বক্সী।
09. সম্প্রতি কোন IIT N-95 মাস্ক গুলি নিষিদ্ধ করার জন্য Chakr DeCoV চালু করলো? - IIT Delhi।
10. Society of Indian Automobile Manufacturers (SIAM) এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? - Kenichi Ayukawa ।
0 Comments
If you have any doubt, please let me know.