Weekly Current Affairs
1. কোন রাজ্য সড়ক মেরামতির জন্য 'পথশ্রী অভিযান' প্রকল্প চালু করলো?
2. বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল এর নাম কি?
3 রা অক্টোবর, 2020 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল 'অটল টানেল' এর উদ্বোধন করলেন। এই টানেল টানেলটি সমুদ্রপৃষ্ঠ থেকে 10000 ফুট (3000 মিটার) উচ্চতায় অবস্থিত। এটি 9.02 কিমি দীর্ঘ যা হিমাচল প্রদেশের Manali থেকে Lahaul-Spiti valley পর্যন্ত বিস্তৃত।
3. Covid-19 Vaccine Portal লঞ্চ করলো কোন সংস্থা?
ICMR এর পুরো নাম হলো Indian Council of Medical Research। এটি 1911 সালে Indian Research Fund Association (IRFA) নামে প্রতিষ্ঠিত হয় এবং 1949 সালে এর নতুন নামকরণ করাহয় Indian Council of Medical Research বা ICMR। এটি সরকারি প্রতিষ্ঠান।
4. World Most Admired Women 2020 এর তালিকায় শীর্ষ স্থানে কে রয়েছেন?
5. বেলজিয়াম এর নতুন প্রধানমন্ত্রীর নাম কি?
তিনি দেশের 51 তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন।
6. ভারতীয় নৌবাহিনীর সঙ্গে কোন দেশের নৌবাহিনীর মধ্যে 'Bangosagar' নামে যৌথ মহড়া শুরু হতে চলেছে?
এটি দুই দেশের মধ্যে দ্বিতীয়তম দ্বিপাক্ষিক নৌসেনা অনুশীলন।
7. Indian Newspaper Society এর সভাপতি পদে কে নিযুক্ত হলেন?
8. কম্বোডিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হলেন?
9. Ministry of Lobour and Employment এর সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন?
10. ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্য করার জন্য Google India যে ক্যাম্পেইন লঞ্চ করলো তার নাম কি?
11. National Crime Records Bureau (NCRB) এর রিপোর্ট অনুযায়ী মহিলাদের বিরুদ্ধে অপরাধের তালিকায় প্রথম স্থানে কোন শহর রয়েছে?
দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বাই।
12. কোন মাসকে প্রতিবছর 'বক্ষ ক্যান্সার সচেতনতা মাস' হিসেবে পালন করা হয়?
13. তফসিলি জাতিভুক্ত শিক্ষার্থীদের জন্য 'Ambedkar Social Innovation Incubation Mission' লঞ্চ করলেন কে?
থাওয়ার চাঁদ গেহলট Ministry of Social Justice and Empowerment এর মন্ত্রী।
14. কোন তারিখে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়?
বিশ্ব শিক্ষক দিবসের এই বছরের থিম "Teachers: Leading in crisis, Reimagining the Future"
15. সম্প্রতি কোন রাজ্য 'One nation one ration card' স্কিমের আওতাভুক্ত হলো?
2019 সালে কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান পাইলট প্রজেক্ট হিসেবে 'One nation one ration card' চারটি রাজ্যে চালু করেছিলেন। বর্তমানে এই প্রকল্পে 14 টি রাজ্য সহমত পোষণ করে তাদের রাজ্যে এই প্রকল্প চালু করেছে। সেগুলি হল- মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, ঝাড়খন্ড, কর্ণাটক, তেলেঙ্গানা, রাজস্থান, কেরালা, ত্রিপুরা, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও অরুণাচল প্রদেশ।
16. National Institute of Naturopathy এর ট্রাইবাল ইউনিট কোথায় স্থাপিত হলো?
17. International Online Shooting এ 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতলো কে?
দ্বিতীয় হয়েছেন ফ্রান্সের Etienne Germond এবং তৃতীয় হয়েছেন অস্ট্রিয়ার Martin Strempfl।
18. Forbes' highest-paid Actress of 2020 এর তালিকায় প্রথম স্থানে কে রয়েছেন?
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাঞ্জেলিনা জোলি এবং তৃতীয় স্থানে রয়েছে গ্যাল গ্যাডট।
19. 2020 Right Livelihood Award কে পেলেন?
Ales Bialiatski বেলারুশের, Nasrin Sotoudeh ইরানের, Bryan Stevenson মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।
20. 'The very, Extremely, Most Naughty Asura Tales for Kids' শিরোনামে শিশুদের জন্য প্রথম বই লিখলেন কে?
21. World Space Week কবে পালন করা হলো?
বিশ্ব মহাকাশ সপ্তাহের এর বছরের থিম ছিল 'Satellites Improve Life' ।
22. Forbes' highest-paid Actors of 2020 এর তালিকায় প্রথম স্থানে কে রয়েছেন?
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে Ryan Reynolds এবং তৃতীয় স্থানে রয়েছে Mark Wahlberg । ভারতীয় অভিনেতাদের মধ্যে অক্ষয় কুমার রয়েছেন ষষ্ঠ স্থানে।
23. ভারতের প্রথম 100% সৌরবিদ্যুৎ চালিত এয়ারপোর্ট এর নাম কি?
24. DRDO কোথা থেকে 'Shaurya' মিসাইল (Upgrader Version) Surface to Surface Nuclear-Capable Ballastic Missile সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করলো?
25. সম্প্রতি Indian Coast Guard এর পেট্রোল চালিত যে জাহাজটি কোলকাতা বন্দর থেকে যাত্রা শুরু করলো তার নাম কি?
26. Military Nursing Services এর Additional Director General পদে কে নিযুক্ত হলেন?
27. Indo-American Chamber of Commerce (IACC) কর্তৃক Lifetime Achievement Award 2020 সম্মান কে পেলেন?
28. Discovering The Heritage of Assam বইটির লেখক কে?
Union Minister of State (Independent Charge) Development of North Eastern Region (DoNER), Dr জিতেন্দ্র সিং released a Coffee Table Book “Discovering the Heritage of Assam”, যার লেখক পদমপানি বোরা। তিনি Indian Revenue Service (IRS-2009 batch) এর একজন অফিসার।
29. কোন রাজ্যের বিখ্যাত লংকা 'Dalle Khursani' Geographical Indication (GI) ট্যাগ পেল?
30. BRICS Summit এর 12 তম সংস্করণ ভার্চুয়ালি কবে অনুষ্ঠিত হবে?
BRICS এর সদস্য দেশ গুলি হলো Brazil, Russia, India, China এবং South Africa। রাশিয়ার সভাপতিত্বে ভার্চুয়ালি 2020 BRICS Summit অনুষ্ঠিত হবে। এই বছরের BRICS সম্মেলনের থিম হলো 'BRICS Partnership for Global Stability, Shared Security and Innovative Growth'.
31. সম্প্রতি জর্ডনের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন কে?
জর্ডনের বর্তমান প্রধানমন্ত্রী হলেন Bisher Al-Khasawneh। 7 October 2020 তিনি জর্ডনের রাজা কর্তৃক নিযুক্ত হয়েছেন।
32. Indian Airforce Day কবে পালন করা হয়?
33. State Bank of India এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?
34. Bureau of Civil Avation Security (BCAU) এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন?
35. Reserve Bank of India এর ডেপুটি গভর্নর পদে কে নিযুক্ত হলেন?
36. ভারতবর্ষে 66 তম 'Wildlife Week' কবে পালন করা হলো?
Wildlife Week এর এই বছরের থিম ছিল- 'Roar(Roar and Revive) -Exploring Human-Animal Relationship'
37. World Post Day কবে পালন করা হয়?
এই বছরের থিম ছিল- 'We Have Always Delivered'
38. India Post Payment Bank এর ম্যানেজিং ডিরেক্টর ও CEO পদে কে নিযুক্ত হলেন?
39. 2020 সালে সাহিত্য বিভাগে নোবেল পুরস্কার পাচ্ছেন কে?
40. World Mental Health Day কবে পালন করা হয়?
এই বছরের থিম ছিল- 'Mental Health for All: Greater Invesment Grater Access'
আরও দেখুনঃ
0 Comments
If you have any doubt, please let me know.