01. কোন তারিখে "Women equality day" (100 তম) পালন করা হলো? - 26 আগষ্ট।
02. সম্প্রতি কোন দেশ মাটির 300 মিটার গভীরতা থেকে 3800 বছরের পুরনো কিরাট দেবীর মূর্তি খুঁজে পেল? - নেপাল।
03. সম্প্রতি কোন দেশ পরিকল্পনা করেছে 10 লক্ষ রোহিঙ্গা কে ভাসান দ্বীপে স্থানান্তরিত করা হবে? - বাংলাদেশ।
04. ভারতের কোন রাজ্য সর্বপ্রথম ঘোষণা করল তারা National Education Policy (NEP) চালু করল? - কর্ণাটক।
05. কোন দিন "National Sports Day" পালন করা হয়? - 29 আগষ্ট।
06. সম্প্রতি প্রকাশিত হওয়া 'National Security Challenges: Young Scholars' Perspective' নামক বইটি লিখেছেন - Army Chief General MM Naravane।
07. NITI Ayog প্রকাশিত Export Preparedness Index 2020 তালিকায় প্রথম স্থানে গুজরাট, দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র ও তৃতীয় স্থানে তামিলনাড়ু।
08. সম্প্রতি 64 বছর বয়সে প্রয়াত হলেন প্রখ্যাত ঊর্দু লেখক - অশোক সাহিল।
09. সম্প্রতি WHO কোন মহাদেশ কে পোলিও মুক্ত মহাদেশ হিসেবে ঘোষণা করেছে? - আফ্রিকা।
10. কোন তারিখে রাফাল যুদ্ধ বিমান কে ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হবে? - 10 সেপ্টেম্বর।
0 Comments
If you have any doubt, please let me know.