01. T20 ক্রিকেট এ সর্বপ্রথম 500 উইকেট নিলেন কোন খেলোয়াড়? - Dwayne Bravo।
02. সম্প্রতি কে GIS নির্ধারিত ব্যাংক সিস্টেম লঞ্চ করলেন? - পীযুষ গোয়েল।
03. 51 তম International Film Festival কোথায় অনুষ্ঠিত হবে? - গোয়া।
04. SBI এর নতুন চেয়ারম্যান কে হবেন? - Dinesh Kumar Khara।
05. জনপ্রিয় হলিউড সিনেমা 'Black Panther' এর মুখ্য অভিনেতা প্রয়াত হলেন। তার প্রকৃত নাম কি? - Chadwick Bossman ।
06. Indian Premier League (IPL) এর অফিসিয়াল পার্টনার কাকে বানানো হলো? - Unacademy।
07. রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের অর্থমূল্য বাড়িয়ে কত করা হয়েছে? - 25 লক্ষ।
08. সত্যপাল মালিক কে কোন রাজ্যের রাজ্যপাল রূপে নিযুক্ত করা হয়েছে? - মেঘালয়।
09. সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন কে? - Shinzo Abe।
10. সম্প্রতি কোন রাজ্য Sea Ambulance "PRATHEEKSHA" লঞ্চ করলো? - কেরালা।
0 Comments
If you have any doubt, please let me know.