Montreal Protocol

 মন্ট্রিল প্রটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা কানাডার মন্ট্রিল শহরে 16ই সেপ্টেম্বর 1987 সালে সম্পন্ন হয়েছিল। এই চুক্তির প্রধান উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী ওজন স্তর ক্ষয়কারী পদার্থের  (Ozone Depleting Substances) যেমন-CFCs, HCFCs ও Halon এর ব্যবহার ও উৎপাদন ধীরে ধীরে কমিয়ে ফেলা।  স্বাক্ষরিত হওয়ার 2 বছর পর 1লা জানুয়ারি 1989 সালে এই চুক্তি কার্যকর হয়।


প্রাথমিক সময়ে এই চুক্তিতে 46 টি দেশ স্বাক্ষর করলেও বর্তমানে এই চুক্তিতে 197 টি দেশ স্বাক্ষর করেছে।
এই পর্যন্ত মোট 6 বার সংশোধনীর জন্য সভা হয়েছে। সর্বশেষ বার হয়েছে 2016 সালে Kigali Amendment ।
মন্ট্রিল প্রটোকল ছিল United Nations এর বিশ্বব্যাপী একটি সফলতম কার্যক্রম।
1995 সালে 16ই সেপ্টেম্বরকে বর্ষপূর্তি হিসেবে World Ozone Day হিসেবে ঘোষণা করেছে।

প্রাথমিক ভাবে 1987 সালের স্বাক্ষরিত চুক্তির মেয়াদ 2014 সালে শেষ হয়েছে। এই সময়ের মধ্যে স্বাক্ষরিত দেশগুলি মিলে 98% ওজনস্তরের ক্ষতি সাধনকারী পদার্থ গুলির ব্যবহার কমিয়ে এনেছে ভবিষ্যতেও চলতে থাকবে। এই সময়ের মধ্যে আন্টার্কটিকায় ওজন স্তরের ক্ষতির পরিমাণও অনেকটা কমেগেছে। এই ভাবে চলতে থাকলে 2050 থেকে 2070 সালের মধ্যে বায়ুমন্ডলের ওজন স্তরের অবস্থা 1980 সালের অবস্থায় ফিরে আসবে।

Post a Comment

0 Comments