উদ্ভিদের উপক্ষার , উৎস ও অর্থনৈতিক গুরুত্ব
| উপক্ষার | উৎস | অর্থনৈতিক গুরুত্ব |
|---|---|---|
| কুইনাইন | সিঙ্কোনা গাছের ছাল | ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে |
| ক্যাফেইন | চা, কফি | উত্তেজক পানীয় তৈরিতে |
| নিকোটিন | তামাক পাতা | মাদক দ্রব্য তৈরিতে |
| রেসারপিন | সর্পগন্ধা গাছের মূল | উচ্চ রক্তচাপ কমাতে |
| মরফিন | আফিং গাছের কাঁচাফলের ত্বক | ব্যথা-বেদনা উপশম ও গাঢ় নিদ্রার প্রায়োজনে |
| ডাটুরিন | ধুতরো গাছের পাতা ও ফল | হাঁপানির ওষুধ তৈরিতে |
| স্ট্রিকনিন | নাক্সভোমিকা বা কুঁচেলা গাছের বীজ | পেটের পীড়ার ঔষধ তৈরিতে |
| কোকেইন | কোকো গাছের পাতা | ব্যথা উপশমকারী ঔষধ তৈরিতে |
| এমিটিন | ইপিকাক গাছের মূল | পেটের সমস্যা ও বমি দমনে |
| ডিজিটালিন | ডিজিটালিস গাছের পাতা | হৃৎপিন্ডের স্বাভাবিক কর্মদক্ষতা ফিরিয়ে আনতে |
| অ্যাস্ট্রোপিন | বেলেডোনা গাছের মূল ও পাতা | রক্তচাপ বৃদ্ধি এবং সিমপ্যাথেটিক স্নায়ুকে উদ্দীপ্ত করতে |
| ট্যানিন বা থেইন | চা গাছের পাতা | অবসাদ দূর করতে |
File Details:
File Format: Pdf
File Size: 20kb


0 Comments
If you have any doubt, please let me know.