উদ্ভিদের উপক্ষারসমূহ

 উদ্ভিদের উপক্ষার , উৎস ও অর্থনৈতিক গুরুত্ব

উপক্ষার উৎস অর্থনৈতিক গুরুত্ব
কুইনাইন সিঙ্কোনা গাছের ছাল ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে
ক্যাফেইন চা, কফি উত্তেজক পানীয় তৈরিতে
নিকোটিন তামাক পাতা মাদক দ্রব্য তৈরিতে
রেসারপিনসর্পগন্ধা গাছের মূল উচ্চ রক্তচাপ কমাতে
মরফিন আফিং গাছের কাঁচাফলের ত্বক ব্যথা-বেদনা উপশম ও গাঢ় নিদ্রার প্রায়োজনে
ডাটুরিন ধুতরো গাছের পাতা ও ফলহাঁপানির ওষুধ তৈরিতে
স্ট্রিকনিন নাক্সভোমিকা বা কুঁচেলা গাছের বীজ পেটের পীড়ার ঔষধ তৈরিতে
কোকেইন কোকো গাছের পাতা ব্যথা উপশমকারী ঔষধ তৈরিতে
এমিটিন ইপিকাক গাছের মূল পেটের সমস্যা ও বমি দমনে
ডিজিটালিন ডিজিটালিস গাছের পাতা হৃৎপিন্ডের স্বাভাবিক কর্মদক্ষতা ফিরিয়ে আনতে
অ্যাস্ট্রোপিন বেলেডোনা গাছের মূল ও পাতা রক্তচাপ বৃদ্ধি এবং সিমপ্যাথেটিক স্নায়ুকে উদ্দীপ্ত করতে
ট্যানিন বা থেইন চা গাছের পাতা অবসাদ দূর করতে

File Details:
File Format: Pdf
File Size: 20kb


আরও দেখুনঃ


Post a Comment

0 Comments