1. ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা কবে গৃহীত হয়?
2. মূল সংবিধানে কয় টি ধারা ও তফশিল ছিল?
3. মূল সংবিধানে কয় টি মৌলিক অধিকার ছিল?
4. কোন অধিকারকে ড. বি. আর. আম্বেদকর "সংবিধানের হৃদয় ও আত্মা" বলে বর্ননা করেছেন?
5. 'আইনের কাছে সমান' কোন ধারাতে বলা হয়েছে?
6. অর্থনৈতিক জরুরি অবস্থার ঘোষণা করা হয় সংবিধানের কোন ধারা অনুযায়ী?
7. সংসদে Ziro Hour কখন শুরু হয়?
8. লোকসভা প্রথম কত সালে গঠিত হয়েছিল?
9. রাজ্যপালের স্বাভাবিক কার্যকাল কত?
10. রাজ্যসভায় সর্বাধিক কতজন সদস্য থাকতে পারে?
11. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি?
12. শিক্ষা কোন তালিকাভুক্ত?
13. 6 থেকে 14 বছরের সকল শিশুদের শিক্ষার অধিকার কোন সংশোধনীতে মৌলিক কর্তব্য হিসেবে অন্তর্ভুক্ত হয়?
14. প্রথম লোকসভা ও রাজ্যসভার বৈঠক কবে হয়েছিল?
15. সংবিধান অনুসারে প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল?
16. কে মৌলিক অধিকার রদ করতে পারেন?
17. রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্য মনোনীত করতে পারেন?
18. ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি বর্ণিত হয়েছে কোন ধারায়?
19. লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সময়ের সর্বোচ্চ ব্যবধান হতে পারে কত দিন?
20. রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে?
0 Comments
If you have any doubt, please let me know.