CA 2nd September

 01. কোন সংস্থা বিশ্বের বৃহত্তম Solar Tree তৈরি করল? - CSIR-CMERI।

02. কোন ব্যাংক Easy Of Doing Business Report প্রকাশ করল? - World Bank।

03. কোন কেন্দ্রীয় মন্ত্রী 'Chunauti' নামে Next Generation Startup Challenge Contest লঞ্চ করল? - রবিশঙ্কর প্রসাদ।

04. কোন রাজ্য সরকার 1st September দিনটিকে পুলিশ দিবস হিসেবে পালন করল? - পশ্চিমবঙ্গ।

05. ভারতের কোন রাজ্য 31 অক্টোবর থেকে Seaplane Service চালু করতে চলেছে? - গুজরাট।

06. কোন ভারতীয় ডেয়ারী কোম্পানি Robobank's Global Top 20 Companies এর তালিকায় 16 তম স্থান অধিকার করলো? - Amul।

07. Biju Patnaik Sports Award পেলেন কে? - ভারতীয় মহিলা হকি টিমের ডিফেন্ডার Deep Grace Ekka এবং প্যারা-অ্যাথলেটস জয়ন্তী বেহেরা।

08. কার জন্মবার্ষিকী কে সেবা সপ্তাহ হিসেবে পালন করবে ভারতীয় জনতা পার্টি? - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

09. কোন রাজ্য সরকার ক্রিকেটার চেতন চৌহান এর নামে রাস্তার নামকরণ করবে?  - উত্তরপ্রদেশ।

10. সম্প্রতি কাকে Eklavya Award এ সম্মানিত করা হলো? - Ishika Chaudhary।




Post a Comment

0 Comments