সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী
01. শিশু ও শিক্ষকদের মধ্যে online Cyber safety সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে Cyber Peace Foundation কার সঙ্গে পার্টনারশিপ গড়ে তুললো? - Whatsapp ।
02. দ্রুত গতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য কোন সংস্থা 60 টি Startlink Satellite লঞ্চ করলো? - SpaceX ।
03. কোন টেনিস প্লেয়ার প্রথম ভারতীয় হিসেবে Grand Slam Single জিতলো? সুমিত নাগাল।
04. All India Tennis Association এর প্রেসিডেন্ট কে নির্বাচিত হলেন? - Anil Jain ।
05. International Literary Day কবে পালিত হয়? - 8 th September ।
06. United States এর তথ্য অনুযায়ী কোন দেশের নৌ-বাহিনী বিশ্বের মধ্যে বৃহত্তম? - চীন।
07. Formula 1 Italian Grand Prix 2020 জিতলো কে? - Pierre Gasly ।
আরও দেখুন:
08. ভারত কোন দেশের সাথে AK-233 রাইফেল তৈরির চুক্তি স্বাক্ষর করলো? - রাশিয়া।
09. Vodafone ও Idea একসঙ্গে মিলিত হয়ে নতুন কোন কোম্পানিতে পরিণত হলো? - Vi ।
10. সম্প্রতি ইংল্যান্ডের কোন ক্রিকেট খেলোয়ার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণ করলেন? - ইয়ান বেল।
0 Comments
If you have any doubt, please let me know.