CA 19 & 20 September

সাম্প্রতিক ঘটনাবলী

01. 4th Global Ayurveda Summit ভার্চুয়ালি উদ্ভোধন করলেন কে? - উপরাষ্ট্রপতি M. Venkaiah Naidu ।

02. World Bank's 2020 Human Capital Index এ ভারতের স্থান কত? - 116

03. কোন রাজ্য সরকার Poshan Sarkar  প্রোগ্রাম লঞ্চ করল? - মধ্যপ্রদেশ।

04. India Happiness Report 2020 তে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? - মিজোরাম। দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব এবং তৃতীয় স্থানে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

05. কোন কোম্পানি ভারতের নতুন পার্লামেন্ট হাউস তৈরি করবে? - Tata Project Limited ।

06. IMD's Global Smart City Index 2020 তে প্রথম স্থানে কোন শহর রয়েছে? - সিঙ্গাপুর।

07. Asia Game Changer Award 2020 কে পেল? - Vikas Khanna।

08. Great Learning কোম্পানির Brand Ambassador পদে কে নিযুক্ত হলেন? - বিরাট কোহলি।

09. Advertising Standard Council of India এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? - Rohit Gupta।

10. United Nations Sustainable Development Goals এর একজন Young Leader হিসেবে কোন ভারতীয়র নাম ঘোষণা করা হলো? - Udit Singhal।

11. কোন কোম্পানি Apna Ghar Dreamz নামে home loan scheme লঞ্চ করলো? - ICICI Home Finance।

12. কোন Learning Company 'Education for All' নামে একটি উদ্যোগ লঞ্চ করলো? - Byju's।

13. কোন সংস্থা প্রথম Indigenous Signal System লঞ্চ করলো? - Delhi Metro ।

14. কোন কেন্দ্রশাসিত অঞ্চল CAPEX স্কিম এর আওতায় Backyard Horticulture প্রোগ্রাম লঞ্চ করলো? - জম্মু-কাশ্মীর।

15. World Bamboo Day কবে পালিত হয়? - 18th September।

16. বিশ্বে প্রথম Sovereign Bond ইস্যু করলো কোন দেশ? - মেক্সিকো।

17. 'আর্থিক স্পন্দন' নামে ঋণ বিতরণ প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? - কর্ণাটক।

18. সম্প্রতি 90 বছর বয়সে মারা গেলেন কোন প্রাক্তন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর? - অমিতাভ ঘোষ।



Post a Comment

0 Comments