ভিটামিন, রাসায়নিক নাম, উৎস, অভাবজনিত ফল

 Vitamin


ভিটামিনের নাম রাসায়নিক নাম অভাবজনিত রোগ উৎস
ভিটামিন A রেটিনল রাতকানা, জেরপথ্যালামিয়া বাঁধাকপি, পাকা আম, টম্যাটো, গাজর, কড ও হাঙর মাছের যকৃৎ নিঃসৃত তেল
ভিটামিন B₁ থিয়ামিন বেরিবেরি, ক্ষুদামান্দ্য, স্নায়ু দূর্বলতা ডিমের কুসুম, ঢেকিছাটা চাল, বাদাম, ডাল, ফুলকপি, বীট, লেটুস শাক
ভিটামিন B₂ রাইবোফ্ল্যাভিন চেইলোসিস; স্নায়ুতন্ত্র, চক্ষু, ত্বক প্রভৃতির ক্ষয় যকৃৎ, বৃক্ক, ডিমের সাদা অংশ, ইস্ট, অঙ্কুরিত গম, কলমি শাক, নটে শাক, পালং শাক
ভিটামিন B₃ নিয়াসিন পেলেগ্রা ডিমের কুসুম, দানাশষ্যের খোসা, মটর, বিন
ভিটামিন B₅ প‍্যান্টোথ‍্যানিক অ্যাসিড ডার্মাইটিস, অনিদ্রা, স্নায়ু দুর্বলতা যকৃৎ, রাঙাআলু, মটর, আখের গুড়
ভিটামিন B₆ পাইরিডক্সিন ডার্মাইটিস, অ্যানিমিয়া দুধ, ডিম, মাছ, মাংস, অঙ্কুরিত শস্য
ভিটামিন B₇ বায়োটিন বৃদ্ধি ব্যাহত, মেগালোব্ল্যাস্টিক অ্যানিমিয়া ঢেঁকিছাটা চাল, লাল আটা, ভাতের ফ্যান, দুধ, ডিম
ভিটামিন B₉ ফলিক অ্যাসিড মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া লাল আটা, ভাতের ফ্যান, দুধ, ডিম
ভিটামিন B₁₂ সায়ানোকোবালামিন বৃদ্ধি ব্যাহত, পার্নিসিয়াস অ্যানিমিয়া মাছ, মাংস, দুধ, ডিম
ভিটামিন C অ্যাসকরবিক অ্যাসিড স্কার্ভি, দাঁতের গোড়া ফোলা, পুঁজ, রক্ত পড়া আমলকি, লেবু, পেয়ারা, মাতৃদুগ্ধ
ভিটামিন D ক্যালসিফেরল রিকেট (বাচ্চাদের), অস্টিওম‍্যালেসিয়া (বড়দের) উদ্ভিজ্জ তেল, কড, হ্যালিবাট প্রভৃতি মাছের যকৃতের তেল
ভিটামিন E টোকোফেরল বন্ধ্যাত্ব, পেশী, জনন অঙ্গের বৃদ্ধি ব্যাহত লেটুস শাক, মটরশুঁটি, মাছ, ডিম, মাংস
ভিটামিন K ফাইলোকুইনন হেমারেজ বা রক্তক্ষরণ টাটকা শাকসবজি, পালং শাক, টম্যাটো, অঙ্কুরিত গম, বাঁধাকপি, সয়াবিন, দুধ, মাখন, যকৃৎ, বৃক্ক
4
File Details
File Format: Pdf
File Size: 29 kb

আরও দেখুনঃ


Post a Comment

0 Comments