CA 21 nd September

 গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাবলী

01. সম্প্রতি নরেন্দ্র মোদীর জন্মবার্ষিকী উপলক্ষে 'স্বচ্ছতা ক্যাফে' এর উদ্বোধন করলেন কে? - হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।
02. সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে কোন প্রাক্তন ক্রিকেটার প্রয়াত হলেন? - শচীন দেশমুখ
03. Volvo Car Financial Services লঞ্চ করার জন্য Volvo Car India কোন ব্যাংক এর সাথে পার্টনারশিপ গড়লো? - HDFC Bank।
04. বিশ্বে ধনী ফুটবলারের তালিকায় প্রথম স্থানে কে রয়েছেন? - লিওনেল মেসি (দ্বিতীয় স্থানে রয়েছে রোনাল্ডো এবং তৃতীয় স্থানের রয়েছে নেইমার)
05. কৃষিতে কোন রাজ্য শ্রেষ্ঠ পুরস্কার পেল? - পশ্চিমবঙ্গ।
06. Fed Cup এর নাম পরিবর্তন করে কি রাখা হলো? - Billie Jean King Cup
07. International Day of Peace কবে পালিত হয়? - 21 সেপ্টেম্বর। 2020 সালের থিম হলো 'Shaping Peace Together'।
08. International Coastal Cleanup Day কবে পালিত হয়? - 21 সেপ্টেম্বর।
09. Jinnah : His Succes, Failure, and Role in the History বইটির লেখক কে? - Ishtiaq Ahmed ।
10. কোন টেলিকম কোম্পানি 4G Network Service :Giga Net' লঞ্চ করলো? - Vi ।


Post a Comment

0 Comments