রাষ্ট্রসঙ্ঘের (UNO) স্বীকৃত আন্তর্জাতিক দিবস
তারিখ | পালিত দিনের নাম |
---|---|
1 জানুয়ারি | বিশ্ব শান্তি দিবস |
21 ফেব্রুয়ারি | আন্তর্জাতিক মাতৃভাষা দিবস |
8 মার্চ | আন্তর্জাতিক মহিলা দিবস |
21 মার্চ | আন্তর্জাতিক বর্ণবৈষম্য দূরীকরণ দিবস, বিশ্ব কবিতা দিবস |
22 মার্চ | বিশ্ব জল দিবস |
23 মার্চ | বিশ্ব আবহাওয়া দিবস |
24 মার্চ | বিশ্ব যক্ষ্মা দিবস |
7 এপ্রিল | বিশ্ব স্বাস্থ্য দিবস |
23 এপ্রিল | বিশ্ব পুস্তক ও কপিরাইট দিবস |
3 মে | সূর্য দিবস, বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস |
15 মে | আন্তর্জাতিক পরিবার দিবস |
17 মে | বিশ্ব দুরসঞ্চার দিবস |
21 মে | বিশ্ব সংলাপ ও বিকাশের জন্য সাংস্কৃতিক দিবস এবং বিশ্ব সাংস্কৃতিক বিভিন্নতা দিবস |
22 মে | আন্তর্জাতিক জৈব-বৈচিত্র্য দিবস |
24 মে | কমনওয়েলথ দিবস |
29 মে | আন্তর্জাতিক রাষ্ট্রসঙ্ঘ শান্তিরক্ষা বাহিনী দিবস |
31 মে | আন্তর্জাতিক তামাক বিরোধী দিবস |
4 জুন | আন্তর্জাতিক নিপীড়িত অসহায় শিশু দিবস |
5 জুন | বিশ্ব পরিবেশ দিবস |
17 জুন | বিশ্ব মরুভূমি ও শুষ্কতা দূরীকরণ দিবস |
20 জুন | বিশ্ব শরণার্থী দিবস |
26 জুন | আন্তর্জাতিক ড্রাগ ও মাদক দ্রব্যের বেআইনি ব্যবসা প্রতিরোধক দিবস |
11 জুলাই | বিশ্ব জনসংখ্যা দিবস |
জুলাই এর প্রথম শনিবার | আন্তর্জাতিক সহযোগিতা দিবস |
6 আগস্ট | হিরোশিমা দিবস |
9 আগস্ট | আন্তর্জাতিক অধিবাসী দিবস, নাগাসাকি দিবস |
12 আগস্ট | আন্তর্জাতিক যুব দিবস |
23 আগস্ট | দাস প্রথার সমাপ্তির উদযাপনে আন্তর্জাতিক স্মৃতি দিবস |
8 সেপ্টেম্বর | আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস |
16 সেপ্টেম্বর | আন্তর্জাতিক ওজোনস্তর সংরক্ষণ দিবস |
21 সেপ্টেম্বর | আন্তর্জাতিক শান্তি দিবস |
1 অক্টোবর | আন্তর্জাতিক প্রৌঢ় নাগরিক দিবস |
5 অক্টোবর | আন্তর্জাতিক শিক্ষক দিবস |
9 অক্টোবর | বিশ্ব ডাক দিবস |
16 অক্টোবর | বিশ্ব খাদ্য দিবস |
17 অক্টোবর | আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস |
24 অক্টোবর | রাষ্ট্রসংঘ দিবস, বিশ্ব তথ্যবিকাশ দিবস |
6 নভেম্বর | আন্তর্জাতিক অস্ত্রশস্ত্র এবং যুদ্ধে পরিবেশ দূষণ প্রতিরোধ দিবস |
10 নভেম্বর | বিশ্বে শান্তি ও বিকাশ হেতু বিজ্ঞান প্রয়োগ দিবস |
16 নভেম্বর | আন্তর্জাতিক সহিষ্ণুতা দিবস |
20 নভেম্বর | বিশ্ব শিশু দিবস |
21 নভেম্বর | বিশ্ব দর্শন দিবস, বিশ্ব দুরদর্শন দিবস |
25 নভেম্বর | আন্তর্জাতিক মহিলা-উৎপীড়ন দূরীকরণ দিবস |
1 ডিসেম্বর | বিশ্ব এইডস দিবস |
2 ডিসেম্বর | আন্তর্জাতিক দাসপ্রথা অবলোপ দিবস |
3 ডিসেম্বর | আন্তর্জাতিক বিকলাঙ্গ দিবস |
5 ডিসেম্বর | আন্তর্জাতিক আর্থিক এবং সামাজিক স্বয়ংসেবক দিবস |
7 ডিসেম্বর | আন্তর্জাতিক নাগরিক অন্তরীক্ষ অভিযান দিবস |
10 ডিসেম্বর | মানবাধিকার দিবস |
11 ডিসেম্বর | আন্তর্জাতিক পর্বত দিবস |
18 ডিসেম্বর | আন্তর্জাতিক অভিবাসী দিবস |
File details:
File format: Pdf
File size: 36kb
আরও দেখুনঃ
0 Comments
If you have any doubt, please let me know.