আরআরবি এনটিপিসি পরীক্ষার দিন ঘোষণা রেলের, নিয়োগ হবে খুবশীঘ্রই

 



চাকুরিপ্রার্থীদের লাগাতার বিক্ষোভের মাঝেই দীর্ঘ ১৭ মাস পর এনটিপিসি পরীক্ষার দিন ঘোষণা করল রেল। পাশাপাশি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি, ২০১৯ সালের জানুয়ারি মাসের সিইএন আওতায় থাকা লেভেল-১ এবং আইসোলেটেড অ্যান্ড মিনিস্টেরিয়াল ক্যাটেগরির পরীক্ষাও ১৫ ডিসেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিল।

Post a Comment

0 Comments