01. ইতালিতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হতে চলেছেন? - ড. নীনা মালহোত্রা।
02. "এক ভারত শ্রেষ্ঠ ভারত" প্রোগ্রামের আওতায় ঝাড়খণ্ডের সঙ্গে জোট বাধল কোন রাজ্য? - গোয়া।
03. দুই দিনের ভার্চুয়াল 'National Tribal Research Conclave' এর উদ্ভোধন করলেন কে? কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা।
04. World Open Online Chess Tournament কে জিতলো? - ভারতের দাবা গ্র্যান্ড মাস্টার P. Iniyan।
05. Bharat Petroleum Corporation এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদের দায়িত্ব পালন কে? - K. Padmakar।
06. প্রতিবছর কোন তারিখে পরমাণু পরীক্ষার বিপক্ষে আন্তর্জাতিক দিবস পালন করা হয়?- 29 th August।
07. কোন তারিখে International Charity Day পালন করা হয়? - 5 th সেপ্টেম্বর।
08. Sport Book Brand SBOTOP এর প্রথম ক্রিকেট Ambassador কে হলেন? - Dwayne Bravo।
09. কে 'Teacher of the Year 2020' পুরস্কার জিতলেন? - Doctor Rajkumari Chauhan।
10. 'The Little Book of Green Nudges' নামে বই টি কে লঞ্চ করলো? - United Nations Environment Programme ।
0 Comments
If you have any doubt, please let me know.