ভৌত বিজ্ঞানের 100 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
বর্তমানে যে কোনো চাকরির পরীক্ষার জন্য বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। আজ এখানে খুব important 100 টি প্রশ্ন উত্তর সহকারে আপনাদের জন্য দেওয়া হলো।
01.হিমমিশ্রণে বরফ ও লবণের অনুপাত কত থাকে?
উঃ 3:1 ।
02. শব্দের গতিবেগ কত?
উঃ স্থির ও শুষ্ক বাতাসে 0℃ উষ্ণতায় শব্দের বেগ 332 মিটার/সেকেন্ড।
03. বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলে শব্দের বেগ বাড়ে না কমে?
উঃ শব্দের বেগ বৃদ্ধি পায়।
04. ম্যাক সংখ্যা কাকে বলে?
উঃ কোনো বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাতকে ওই বস্তুর 'ম্যাক সংখ্যা' বলে।
05. সুপারসনিক বেগ কাকে বলে?
উঃ কোনো বস্তুর বেগ, শব্দের বেগের চেয়ে বেশি হলে, ওই বেগকে 'সুপারসনিক বেগ' বলাহয়।
06. মানুষের কান কত ডেসিবেল তীব্রতার শব্দ সহ্য করতে পারে?
উঃ 85 থেকে 90 ডেসিবেল।
07. প্রথম শ্রেণীর লিভার কি কি?
উঃ তুলাদন্ড, কাঁচি, ঢেঁকি, শাবল, বেলচা, কোদাল, সাঁড়াশি, নলকূপের হাতল, পেরেক তোলার যন্ত্র।
08. দ্বিতীয় শ্রেণীর লিভার কি কি?
উঃ নৌকার দাঁড়, হাতগাড়ি, পাঞ্চ করার যন্ত্র, বাক্সের ঢাকনা, জাতি।
09. তৃতীয় শ্রেণীর লিভার কি কি?
উঃ মানুষের হাত, হাতা, চিমটা, মাছ ধরার ছিপ, ক্রেন, মুখের চোয়াল, সাইকেলের পাদানি, বাক্সের ঢাকনা, পাউরুটি কাটার ছুরি।
10. ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা ও প্রতিফলকের মধ্যে কমপক্ষে কত দূরত্ব থাকা দরকার?
উঃ 16.6 মিটার।
11. 'সুর' ও 'স্বর' কাকে বলে?
উঃ একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে সুর এবং একাধিক সুরের সমষ্টিকে স্বর বলাহয়।
12. ক্ষীণ দৃষ্টি বা প্রেসবাইওপিয়া কি?
উঃ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের মাংসপেশী শিথিল হয়ে পড়ে এবং কাছের বস্তুকে অস্পষ্ট দেখতে পায়।
13. দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কি?
উঃ দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায়, কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না।
14. হ্রস্ব দৃষ্টি বা মাইয়োপিয়া কি?
উঃ কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায়, কিন্তু দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না।
15. বিষম দৃষ্টি বা অ্যাসটিগম্যাটিজম কি?
উঃ একই সমতলে বিভিন্ন দিকের সমান্তরাল সরলরেখাকে একই সঙ্গে একই রকম স্পষ্ট দেখতে পায় না।
16. ফিউজ তার কি দিয়ে তৈরি হয়?
উঃ টিন ও সিসার সংকর ধাতু দিয়ে। এর গলনাঙ্ক কম ও রোধ বেশি।
17. বৈদ্যুতিক হিটারে কোন ধাতু ব্যবহার করা হয়?
উঃ নিকেল, ক্রোমিয়াম ও লোহার সংকর ধাতু দিয়ে তৈরি নাইক্রোম তার ব্যবহার করাহয়। এর রোধাঙ্ক ও গলনাঙ্ক খুব বেশি।
18. সবচেয়ে হালকা ধাতুর নাম কি?
উঃ লিথিয়াম।
19. সবচেয়ে হালকা গ্যাসের নাম কি?
উঃ হাইড্রোজেন (H)।
20. ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি কোন মৌলটি পাওয়া যায়?
উঃ অক্সিজেন।
21. সবচেয়ে ভারী গ্যাসের নাম কি?
উঃ রেডন (Rn) ।
22. কঠিনতম মৌলিক পদার্থের নাম কি?
উঃ হীরক।
23. তাপ ও তড়িৎ এর সুপরিবাহী আধাতুর নাম কি?
উঃ গ্রাফাইট, গ্যাস-কার্বন।
24. সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাসের নাম কি?
উঃ হিলিয়াম (He)।
25. জলের চেয়ে হালকা ধাতুর নাম কি?
উঃ সোডিয়াম (Na)।
26. সর্বাপেক্ষা নমনীয় ধাতুর নাম কি?
উঃ সোনা (Au)
27. ধাতুকল্পের উদাহরণ লেখ?
উঃ আর্সেনিক (As), অ্যান্টিমনি (Sb)।
28. সবচেয়ে ভারী আধাতুর নাম কি?
উঃ আয়োডিন (I)
29. আদর্শ মৌল কোনগুলি?
উঃ সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি।
30. তেজস্ক্রিয় মৌল কোন গুলি?
উঃ রেডিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম।
31. অ্যানথ্রাসাইট কয়লায় কার্বনের পরিমান কত?
উঃ 94%।
32. LPG (Lequfied Petroleum Gas) কোন কোন উপাদানের মিশ্রনে তৈরি?
উঃ প্রোপেন ও বিউটেন এর মিশ্রনে।
33. CNG (Compressed Natural Gas) কোন কোন উপাদানের মিশ্রনে তৈরি?
উঃ প্রধান উপাদান মিথেন।
34. কাকে মিউরিয়েটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড বলা হয়?
উঃ লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCL)
35. কাকে অয়েল অফ ভিট্রিয়ল বলাহয়?
উঃ সালফিউরিক অ্যাসিড (H₂SO₄)।
36. কাকে রসায়নের রাজা বলাহয়?
উঃ সালফিউরিক অ্যাসিড (H₂SO₄)।
37. অ্যাকোয়া ফর্টিস বা শক্তিশালী জল কাকে বলাহয়?
উঃ নাইট্রিক অ্যাসিড।
38. নিষ্ক্রিয় গ্যাস কোনগুলি?
উঃ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন।
39. অ্যাসিডের সংস্পর্শে লিটমাসের বর্ণ কি হয়?
উঃ নীল লিটমাসকে লাল করে।
40. HCL কে শুষ্ক করতে কি ব্যবহার করা হয়?
উঃ গাঢ় সালফিউরিক অ্যাসিড(H₂SO₄)।
41.বৈদ্যুতিক কোশ (সঞ্চয়ক কোশ) তৈরিতে কি ব্যবহার করা হয়?
উঃ নাইট্রিক অ্যাসিড (HNO₃)।
42. HNO₃ থেকে প্রাপ্ত দুটি বিস্ফোরকের নাম কি?
উঃ গান পাউডার এবং নাইট্রোগ্লিসারিন।
43. ভিনিগারের রাসায়নিক নাম কি?
উঃ অ্যাসেটিক অ্যাসিড (CH₃COOH)।
44. লেবুতে কোন অ্যাসিড থাকে?
উঃ সাইট্রিক অ্যাসিড।
45. দই তে কোন অ্যাসিড থাকে?
উঃ ল্যাকটিক অ্যাসিড।
46. চা-য়ে কোন অ্যাসিড থাকে?
উঃ ট্যানিক অ্যাসিড।
47. আপেলে কোন অ্যাসিড থাকে?
উঃ ম্যালিক অ্যাসিড।
48. পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে?
উঃ ফরমিক অ্যাসিড।
49. পাকরসে কোন অ্যাসিড থাকে?
উঃ হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCL)।
50. মূত্রে কোন অ্যাসিড থাকে?
উঃ ইউরিক অ্যাসিড।
51. ভরের নিত্যতা সূত্র কে আবিষ্কার করেছেন?
উঃ ল্যাভয়শিয়র।
52. মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেছেন?
উঃ নিউটন।
53. তড়িৎচুম্বকীয় তত্ত্ব কে আবিষ্কার করেছেন?
উঃ মাইকেল ফ্যারাডে।
54. অষ্টক সূত্র কে আবিষ্কার করেছেন?
উঃ নিউল্যান্ড।
55. গতিসূত্র ( ১ম, ২য়, ৩য় ) কে আবিস্কার করেছেন?
উঃ নিউটন।
56. X-রশ্মি কে আবিষ্কার করেছেন?
উঃ রন্টজেন।
57. পরমাণু বোমা কে আবিষ্কার করেছেন?
উঃ রবার্ট ওপেনহাইমার।
58. বরফ গলনের লীনতাপ কত?
উঃ 80 ক্যালোরি/গ্রাম।
59. জলের বাষ্পীভবনের লীনতাপ কত?
উঃ 537 ক্যালোরি/গ্রাম।
60. যানবাহনে ব্যবহৃত হাইড্রলিক ব্রেক কোন নীতি বা সূত্রের সরাসরি প্রয়োগ?
উঃ পাস্কাল সূত্র।
61. কার্যের ব্যবহারিক একক কি?
উঃ জুল।
62. কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট থার্মোমিটারের পাঠ একই হয়?
উঃ -40° (মাইনাস 40 ডিগ্রি)।
63. জলে আংশিক ডোবানো সোজা দন্ডকে বাঁকা দেখানোর কারন কি?
উঃ প্রতিসরণ।
64. সিনেমার পর্দা কেমন হওয়া উচিৎ?
উঃ সাদা ও অমসৃণ।
65. শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত?
উঃ 3×10¹⁰ সেমি/সেকেন্ড।
66. প্রাথমিক বর্ন কি কি?
উঃ লাল, সবুজ ও নীল।
67. বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কিসের তৈরি?
উঃ টাংস্টেন।
68. তড়িৎপ্রবাহের ব্যবহারিক একক কি?
উঃ অ্যাম্পিয়ার।
69. পরমাণুর নিউক্লিয়াস কি নিয়ে গঠিত?
উঃ প্রোটন ও নিউট্রন।
70. উড়োজাহাজ তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়?
উঃ টাইটানিয়াম।
71. জল যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতার কি পরিবর্তন হয়?
উঃ উষ্ণতা একই থাকে।
72. 'সব পতনশীল বস্তুর ত্বরণই সমান' - এটি কে আবিষ্কার করেন?
উঃ গ্যালিলিও।
73. 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট?
উঃ 746 ওয়াট।
74. মহাবিশ্বে কোন মৌলটি সবচেয়ে হালকা?
উঃ হাইড্রোজেন।
75. পেট্রোলের রাসায়নিক নাম কি?
উঃ গ্যাসোলিন।
76. কোন লোহায় বেশি পরিমানে কার্বন থাকে?
উঃ কাস্ট আয়রন বা পিগ আয়রন।
77. কোন লোহায় সবচেয়ে কম পরিমানে কার্বন থাকে?
উঃ রট আয়রন।
78. শুষ্ক বরফ কি?
উঃ কঠিন কার্বন ডাই অক্সাইড।
79. কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি?
উঃ সোডিয়াম কার্বনেট।
80. কাঁচা ফল পাকাতে কি ব্যবহার করা হয়?
উঃ ইথিলিন।
81. দার্শনিকের উল কাকে বলা হয়?
উঃ জিঙ্ক অক্সাইড।
82. কোন কয়লায় সবচেয়ে বেশি পরিমাণে কার্বন থাকে?
উঃ অ্যানথ্রাসাইট কয়লা।
83. সবচেয়ে হালকা হাইড্রোকার্বনের নাম কি?
উঃ মিথেন।
84. কার্বনের সবচেয়ে বেশি ঘনত্বের রূপভেদটির নাম কি?
উঃ হীরক।
85. রসায়নগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি?
উঃ ইউরিয়া।
86. হাইড্রোজেন বোমায় কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া হয়?
উঃ নিউক্লিয় সংযোজন।
87. লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি?
উঃ নাইট্রাস অক্সাইড।
88. রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়?
উঃ সোডিয়াম।
89. অগ্নিনির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়?
উঃ কার্বন ডাই অক্সাইড।
90. কম্পিউটারের IC চিপ তৈরি করতে কি ব্যবহার করা হয়?
উঃ সিলিকন।
91. পদার্থের চতুর্থ অবস্থার নাম কি?
উঃ প্লাজমা।
92.কোন কোন ধাতু মিশিয়ে জার্মান সিলভার তৈরি করা হয়?
উঃ দস্তা, তামা ও নিকেল।
93. কোন মৌলটিকে Quick Silver বলা হয়?
উঃ পারদ।
94. জলের রাসায়নিক নাম কি?
উঃ হাইড্রোজেন মনোঅক্সাইড।
95. ইলেক্ট্রিক বালবের মধ্যে কোন গ্যাস থাকে?
উঃ আর্গন।
96. পরম শূন্য উষ্ণতার মান কত?
উঃ -273℃
97. Mach নাম্বার কিসের গতির সঙ্গে সম্পর্কযুক্ত?
উঃ বিমান।
98. SI পদ্ধতিতে তাপের একক কি?
উঃ জুল।
99. গ্যাস থার্মোমিটারে কোন গ্যাস থাকে?
উঃ নাইট্রোজেন।
100. অ্যাসিড রাখার পাত্র হিসাবে কোন সংকর ধাতু ব্যবহার করা হয়?
উঃ ডুরায়রন।
File Details:
File Format : Pdf
File Size : 5mb
0 Comments
If you have any doubt, please let me know.