সাম্প্রতিক ঘটনাবলী থেকে 40 টি গুরুত্বপূর্ণ প্রশ্নউত্তর
1. গুয়াহাটি হাইকোর্টের মূখ্যবিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন?
2. সম্প্রতি Defence Research and Development Organisation (DRDO) ভারতীয় সেনাবাহিনীর কোন ট্যাংক থেকে Laser-Guided মিসাইল এর সফল উৎক্ষেপণ করল?
MBT Arjun ট্যাংক টি 2004 সালে ভারতীয় সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করা হয়েছিল।
3. United Nations Inter-Agency Task Force (UNIATF) Award 2020 পেল ভারতের কোন রাজ্য?
অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ রোধে (যেটি Sustainable Development Goal এর অন্তর্গত) অসামান্য অবদানের জন্য United Nations থেকে কেরালাকে এই সম্মান দেওয়া হয়েছে।
4. ভারতের ইতিহাসে প্রথমবার কোন মহিলা অফিসার নৌবাহিনীর যুদ্ধ জাহাজ অপারেট করার জন্য নির্বাচিত হলেন?
কুমুদিনী ত্যাগী-র বাড়ি গাজিয়াবাদে এবং রিতা সিং এর বাড়ী হায়দ্রাবাদ।
5. World Tourism Day কবে পালন করা হয়?
বিশ্ব পর্যটন দিবসের এই বছরের থিম হলো 'Tourism and Rural Development'
6. Women's Indian Chamber of Commerce and Industry (WICCI) কাকে Avation Council এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত করলেন?
7. CEAT টায়ার কোম্পানির Brand Ambassador পদে কে নিযুক্ত হলেন?
8. World Risk Index 2020 অনুযায়ী ভারতবর্ষের স্থান কত?
181 টি দেশের মধ্যে ভারতের স্থান 89 তম। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে Vanuatu এবং দ্বিতীয় স্থানে রয়েছে Tonga। World Risk Index হলো World Risk Report 2020 এর একটি অংশ যেটি United Nations University Institute for Environment and Human Security (UNU-EHS), Bundnis Entwicklung Hilft এবং the University of Stuttgart, Germany কর্তৃক প্রকাশিত হয়েছে।
9. World Environmental Health Day কবে পালন করা হয়?
এই বছরের থিম হলো 'Environmental health, a key public health intervention in disease pandemic prevention'
10. ভারতবর্ষ ও জাপানের যে দ্বিপাক্ষিক নৌসেনার অনুশীলন সংঘটিত হলো তার নাম কি?
ভারাতের Indian Navy ও জাপানের Maritime Self-Defence Force (JMSDF)এর নৌ সেনাদের মধ্যে 26 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর, 2020 পর্যন্ত উত্তর আরব সাগরে যৌথ অনুশীলনের চতুর্থ সংস্করণ সংঘটিত হলো।
11. পদ্মশ্রী বিজয়ী কোন পরমাণু বিজ্ঞানী সম্প্রতি প্রয়াত হলেন?
শেখর বসু 2020 সালের 24 সেপ্টেম্বর 68 বছর বয়সে প্রয়াত হলেন। তিনি 2002 সালে Indian Nuclear Society (INS) Award, 2006 ও 2007 সালে Department of Atomic Energy (DAE) Award এবং 2014 সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন।
12. AIFF Player of the year award 2019-2020 (পুরুষ বিভাগ) পেলেন কে?
গুরপ্রীত সিং সাধু হলেন ভারতীয় জাতীয় ফুটবল টিমের গোলকিপার।
13. AIFF Player of the year award 2019-2020 (মহিলা বিভাগ) পেলেন কে?
সঞ্জু যাদব ভারতীয় মহিলা ফুটবল টিমের মিডফিল্ডার।
14. বেলারুশের রাষ্ট্রপতি হিসেবে সম্প্রতি কে শপথ গ্রহণ করলেন?
রাষ্ট্রপতি হিসেবে তিনি এই পর্যন্ত 6 বার শপথ গ্রহণ করলেন।
15. ভারতের কোথায় সর্বপ্রথম medical device parks তৈরি হতে চলেছে?
TechnicalResearch Centre for Biomedical Devices Programme of the Department of Science and Technology (DST), Government of India এবং Sree Chitra Tirunal Institute for Medical Sciences and Technology (SCTIMST) এর উদ্যোগে এটি Thiruvananthapuram এর Thonnakkal-এ গড়ে তোলা হচ্ছে। এখানে বিভিন্ন মেডিকেল ডিভাইস যেমন surgical equipment, diagnostic equipment যেমন Cardiac Imaging, CT scans, X-ray, Molecular Imaging, MRI and Ultrasound-imaging, life support equipment যেমন ventilator ইত্যাদি তৈরি করা হবে।
16. বিশ্বের প্রথম কোথায় 'tram library' চালু হতে চলেছে?
West Bengal Transport Corporation (WBTC)এর উদ্যোগে এই ট্রাম লাইব্রেরী লঞ্চ হচ্ছে। এটি শ্যামবাজার থেকে কলেজস্ট্রিট হয়ে এসপ্লানেড পর্যন্ত 4.5 কিমি পথ যাত্রা করবে।
17. AIFF emerging women's footballer 2019-2020 খেতাব জিতলেন কে?
রত্নাবালা দেবী ভারতের জাতীয় মহিলা ফুটবল টিমের মিডফিল্ডার
18. Telecom Regulatory Authority of India (TRAI) এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?
তিনি 1986-batch এর IAS officer,Gujarat cadre
19. Russian Grand Prix 2020 খেতাব কে অর্জন করলো?
Valtteri Bottas হলেন ফিনল্যান্ডের একজন রেসিংকার ড্রাইভার
20. বিশ্ব জ্বলাতঙ্ক দিবস কবে পালন করা হয়?
বিশ্ব জ্বলতঙ্ক দিবসে এই বছরের থিম ছিল 'End Rabies: Collaborate, Vaccinate'
21. লেবাননের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন কে?
22. অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য 'রেডিও পাঠশালা প্রোগ্রাম' লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
23. 'International Translation Day' কবে পালন করা হয়?
এই বছরের থিম ছিল 'Finding the words for a world in crisis'
24. সম্প্রতি আসামের কোন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত হলেন?
সৈয়দা আনোয়ারা তৈমুর হলেন আসামের প্রথম ও একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। December 6, 1980 থেকে June 30, 1981 পর্যন্ত তিনি অসমের মুখ্যমন্ত্রী পদে ছিলেন।
25. 'Gan Samragni Lata Mangeshkar award 2020-21' সম্মানে সম্মানিত হচ্ছেন কে?
Maharashtra government এর cultural department দ্বারা এই সম্মান দেওয়া হচ্ছে। এই সম্মানের নগদ মূল্য 5 লক্ষ টাকা।
26. মালির নতুন প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন?
27. 'International day for older person' কবে পালন করা হয়?
এই বছরের থিম ছিল 'Pandemics:Do they Change How We Address Age and Ageing'
28. সম্প্রতি 'A Bouquet of Folwers' শিরোনামে বই প্রকাশ করলেন কে?
29. 'Film and Television Institute of India (FTII) এর প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হলেন?
শেখর কাপুর হলেন একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা
30. National Security Guard এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন?
সুরজিৎ সিং দেশওয়াল বর্তমানে Indo Tibetan Border Police (ITBP) এর ডিরেক্টর জেনারেল।A. K. Singh অবসর নেওয়ায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে National Security Guard (NSG) এর ডিরেক্টর জেনারেল এর দায়িত্ব সামলাতে হবে তাকে।
31. মহিলা যাত্রীদের সুরক্ষার জন্য দক্ষিণ-পূর্ব ভারতীয় রেল যে নতুন প্রজেক্ট লঞ্চ করলো তার নাম কি?
32. Indo-American Chamber of Commerce (IACC) এর National President হিসেবে কে নির্বাচিত হলেন?
33. পশ্চিমবঙ্গের নতুন Chief Secretary পদে কে নিযুক্ত হলেন?
34. ভারতের কোন শহর UNESCO দ্বারা Netexplo Smart Cities Award এ সম্মানিত হলো?
35. Construction World Person of the year 2020 সম্মানে সম্মানিত হলেন কে?
36. গ্রাহক সচেতনতা প্রচারের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক কোন বলিউড অভিনেতাকে নিযুক্ত করলেন?
37. Internet of Things (IOT) Devices এর জন্য একটি নতুন Microprocessor চালু করলো নিচের কোন সংস্থা?
38. কোন তারিখে World Postcard Day পালন করা হয়?
39. নিম্নলিখিত কোন দেশ প্রথম Mining Robot (খননকারী রোবট) মহাকাশে প্রেরণ করতে চলেছে?
2020 সালের নভেম্বর মাসে এই প্রজেক্ট বাস্তবায়িত হবে।
40. ISRO কর্তৃক কবে Mission Venus লঞ্চ হবে?
0 Comments
If you have any doubt, please let me know.